0

About us

Golden Apparels একটি রপ্তানিমুখী বায়িং হাউস। আমরা আমাদের ছোট প্রোডাকশন হাউজ থেকে টি-শার্ট, পোলো-শার্ট,  ট্রাউজার, জ্যাকেট, হুডি ইত্যাদি প্রোডাকশন করে থাকি। যার গুণগত মান, কালার কম্বিনেশন, ফিটিংস এবং স্টাইলিং রপ্তানি মানের হয়ে থাকে। যা স্টুডেন্ট, অফিস এক্সিকিউটিভ এবং যেকোনো মধ্যবয়সী ব্যক্তিদের জন্য হতে পারে পারফেক্ট চয়েস।

এছাড়াও আমরা কর্পোরেট কাস্টমারের চাহিদা অনুযায়ী বিভিন্ন আইটেমের এবং বিভিন্ন কোয়ান্টিটির গার্মেন্টস প্রোডাকশন করে থাকি, যা তাদের মিটিং কনফারেন্স এবং ইউনিফর্ম হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। এদের মধ্যে পোলার আইসক্রিম, ব্যাংক এশিয়া, সমুদা কেমিক্যালস এবং এস্যুরেন্স গ্রুপ এর নাম না বললেই নয়।